অমল ও সুধা : অর্ক বন্দ্যোপাধ্যায়।

0
881

আমার নিজের পাঁচিল, পাঁচিলের ওপারে আমার মাঠ
আমার নিজস্ব জামরুল গাছে নিজস্ব পাখিদের ঝাঁক
আমার নিজস্ব আবহবিদ বলে দিতে পারে, আজ
কতোটা বৃষ্টি হলে দুপুরের বিছানায় চৌকো বালিশে
চাঁদ সদাগর ভাসাবে কাগজের নৌকো- আলিসে।

মাঝে মাঝে কেন এতো আলো হও জানালা?
গৌরাঙ্গ সুন্দর মেঘ, গলায় তার বলাকার মালা
গায়ে সন্ধ্যার রঙ মেখে ভোরের দোয়েল কার্নিসে ফেরে।
ঝম্‌ ঝম্‌- ঝম্‌ ঝম্‌- বৃষ্টিও ভারি হয়ে চার্‌দিকে ঘেরে —

জানালার গরাদে এমন অতিক্রান্ত সমস্ত বিকেল বেলা,
ভয়ঙ্করতম অসুখে ফুরিয়ে এলে খেলা
হিসেবকে গিলে খায় ছক, এমন সমস্ত অতিক্রান্ত ক্ষুধা —
আমি একাকী অমল, গরাদের ওপারে আমার একান্ত সুধা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here