রবি ঠাকুর : মানিক দাক্ষিত।

0
720

রবি ঠাকুর কথায় কথায়

রবি ঠাকুর গানে।

রবি ঠাকুর বিরাজিত

সবার মনে-প্রাণে।।

রবি ঠাকুর সুরের সাগর

যাদুকাঠির ধন।

রবি ঠাকুর সুখ-দু:খের

খুশীর বৃন্দাবন।।

রবি ঠাকুর তোমার আমার

সবার অন্ত:করণ।

রবি ঠাকুর ব্যথা হরণের

জেনো বিশল্যকরণ।।

রবি ঠাকুর তোমার আমার

নবজীবনের ভাষা।

রবি ঠাকুর দেশ ও জাতির

আশা-ভালোবাসা।।

রবি ঠাকুর গণদেবতার

উজ্জীবনের গান।

রবি ঠাকুর তোমার আমার

চেতনারই স্থান।।

রবি ঠাকুর মনুষ্যত্বের

মুক্তমনের ঋষি।

রবি ঠাকুর সত্যপথিক

তিনিই গয়া-কাশী।।

তাঁকে ছাড়া নাই ভাবনা

সবই তাঁর ভাবা।

তাঁরই আলোয় আলোকিত

আজও বিশ্বসভা।।

রবি ঠাকুর গর্ব মোদের

গর্ব সবাকার্।

রবি ঠাকুর তোমার আমার

মস্ত অহংকার্।।

রবি ঠাকুর তোমার আমার

নাইকো ঠাকুরঘরে।

রবি ঠাকুর আছেন সবার

মনের মন্দিরে।।

সর্বকালের বিশ্বকবি

বিশ্ব অমর ধাম।

জন্মদিনে তোমায় জানাই

শতকোটি প্রণাম।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here