বীরভূম, ভবানী প্রসাদ রায়ঃ-দীর্ঘ কয়েক মাস করোনা ভাইরাসের কারণে তথা লকডাউনের জন্য জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল। এরপর সম্প্রতি সরকারি নির্দেশ মোতাবেক দোকান বাজার সহ গণপরিবহন চালু হবার ফলে মানুষ স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে । সেই ছন্দেরই গতানুগতিক আনন্দ ভাগাভাগি করতে তথা আগামী আনন্দ উৎসব দূর্গোৎসবের লক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দূর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় খুঁটি পূজোর আয়োজন করা হয়। উল্লেখ্য নাকড়াকোন্দা গ্রামের ভূমিপুত্র তথা বিশিষ্ট সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়-এর স্মৃতি সামনে রেখে স্থানীয় সমাজসেবী শ্রীমন্ত মুখোপাধ্যায় এর উদ্যোগে গ্রামবাসীদের সমবেত করে এই দূর্গোৎসব এর শুভসূচনা হয়, এ বৎসর নাকড়াকোন্দা ফাল্গুনী পল্লী দূর্গোৎসব ছয় বছরে পদার্পণ করল বলে জানান উদ্যোক্তাদের পক্ষ থেকে কাঞ্চন কুমার দে
ছবি : সেখ ওলি মহম্মদ, খয়রাশোল, বীরভূম।