জন্মদিনের এপিটাফ : নির্মলেন্দু গুণ।

0
640

বায়ুর ভিতর থেকে গ্রহণ করেছি আয়ু।
জানি, একদিন বায়ুতেই যাবো মিশে।
আমাকে তখন যদি দরকার হয় কারও,
আজকের মতো সহজে পাবে না খুঁজে।
চৈত্রের ঝড় হয়ে লুটিয়ে পরবো আমি
বৃক্ষপত্রে, ধু-ধু মাঠে, মৃত মঠের গম্বুজে।

বায়ুর ভিতর থেকে গ্রহণ করেছি আয়ু
জানি, একদিন বায়ুতেই যাবো মিশে।
তখন আমাকে যদি খোঁজ, যদি খোঁজ–
শুভ্র অশ্রুবিন্দুবৎ তখন আমাকে পাবে
কম্পমান পদ্মের পাতায়, ঘাস-শীষে।

মধুর ভিতর থেকে গ্রহণ করেছি আয়ু;
একদিন মৃত্যু হয়ে মিশে যাবো বিষে।

নয়াগাঁও
১৯ জুন ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here