মরমের মখমল : সৌগত রাণা কবিয়াল।

0
605

যাও পার্থিব প্রিয়,
তোমাকে আমার ভাগের সারা সংসারটাও দিলাম..
খুঁজে নাও অমরত্বের অমৃত.. ;;;;

আমরা সবাই সেই মিছিলে যাবো নিশ্চিত..
যেখানে আমি-তুমি-ওরা সবাই ঠিক এমনটাই একা..!
কিন্তু কষ্টের নয় সেই একাকিত্ব..
প্রাণের প্রণয় নিয়ে সেখানে
এক অদ্ভুত সুন্দর সমাধি তারায় পূর্ণ আকাশ…!

তুমি ভাবছো মিছেই,
” তুমিতো বেঁচেই যাবে..অনন্তকাল তোমার এই জন্ম সুখ..
কালের সীমা অতিক্রম করে দেওয়া যে ত্যাগ তুমি কখনোই করোনি, সেই তুমি কিনা হলে ত্যাগ হীন এক সুখ ভোগী রাজা “??..;;

অথচ তোমার স্থুল মনের শোলার শরীরেও যে
সেই একই শূন্যের অপরুপ চন্দন জলের প্রাণ…!

মহাকাল ইতিহাসের পাতায় দেহ অমরত্বের
কোন চিহ্নের ছিটেফোঁটা দাগ নেই যে…!

যাও পার্থিব প্রিয়,
তোমাকে আমার ভাগের সারা সংসারটাও দিলাম..
খুঁজে নাও অমরত্বের অমৃত.. ;;;;

চিন্তা নেই, ক্ষতিপূরণ চেয়ে তোমার নরকের দ্বারে
সেদিন আমি নিশ্চিত দাঁড়িয়ে থাকবো না…;;;

************************
কবিতাটি পড়ে “মরমের মখমল” নামকরণটি করেছেন আমার প্রিয় কবি বন্ধু পরাণ মাঝি, যা আমার কাছে অসাধারণ উপহার হয়ে রইলো উনার থেকে পাওয়া🙏
—–
বিঃদ্রঃ – এই লেখাটি উৎসর্গ করলাম আমার প্রিয় মানুষ ‘তরুণ সরকার’ দাদাকে.. এই মানুষটির কঠিন আবরণের ভেতর একটা অসাধারণ ভালো একটা মনের বাস ছিলো.. আজকের সমাজে ফানুস রাজা হয়ে সুখী মানুষগুলো হয়তো কোনদিন আপনার ভেতরটা জানবে না..কিন্তু আমি হয়তো আপনাকে বুঝতাম দাদা..! কোভিড কতো কিছুইনা কেড়ে নিলো..আমার চারপাশে সব ভালো মনের মানুষগুলোই এই সভ্যতার খেলার বলি হলো.. মাঝে মাঝে মনে হয় আর বইতে পারছি না..বড্ড ক্লান্ত লাগে আজকাল দাদা,খুব ক্লান্ত..আপনি ভালো থাকুন দাদা এই জঞ্জালের পৃথিবী থেকে বেড়িয়ে সুন্দতম পরমআত্মার স্পর্শ নিয়ে..🙏🙏

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here