আলিপুরদুয়ার:- আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা হয় শনিবার। ওই দিন সমিতির পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হল। এরপর শুরু হয় সাংগঠনিক আলোচনা। রবিবার দ্বিতীয় দিনে প্রকাশ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, বঙ্গরত্ন প্রাপক শিল্পী ধনেশ্বর রায়,বিশিষ্ঠ শিল্পী ও সাহিত্যিক সৈয়দ নজরুল হক,কবি ও লেখিকা হেলেন নুরি আজাদ সহ সমিতির নেতৃত্বরা ।আলোচনা সভায় উত্তরবঙ্গের অনগ্রসর মুসলিমদের কি ভাবে অগ্রসর করা যায় মূলত সেই বিষয়ে আলোচনা করা হবে বলে জানান কেন্দ্রীয় সম্পাদক আবুল হোসেন। এছাড়াও NRC , CAA, ও সংরক্ষণ বিষয়েও আলোকপাত করা হয় বলেও তিনি জানান।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা হয় শনিবার।