নদীয়া, বি ব্যানার্জীঃ- কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছেনা বাংলার সাধারন মানুষ স্বাস্থ্য শিক্ষা নিয়ে ছেলে খেলা করছে এ রাজ্যের রাজ্য সরকার। এছাড়াও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পের বিরোধিতা করছে রাজ্য সরকার। st.sc.obc কোন সুবিধা পাচ্ছে না প্রাইমারি স্কুলের শিক্ষক সহ তপশিলি জাতির ছাত্রছাত্রীরা। কৃষ্ণনগর জেলা বিজেপির দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন বিজেপি নেতৃত্ব। এছাড়াও আসন্ন বিধানসভা ভোট কে লক্ষ্য করে দলের নিচু স্তরের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য একাধিক সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বিজেপির নেতৃত্ব। বাংলার মানুষের চোখে ধুলো দিয়ে ভুল বুঝিয়ে রাজ্য চালাচ্ছে এ রাজ্যের সরকার। কিন্তু মানুষ এখন তাদের ভুল বুঝতে পেরেছে তাই আসন্ন বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে তৃণমূলের হেভিওয়েট নেতারা একে একে যোগদান করছে ভারতীয় জনতা পার্টিতে। এইতো শুরু, ভোটের আগে দেখা যাবে শুন্য গোয়ালে মাছি মারবে তৃণমূল। দেখবেন আগামী দিনে হয়তো তৃণমূল দলটাই আর থাকবে না কারণ দলের মধ্যেই মাফিয়া রাজ চলছে। এখন আর গোষ্ঠী কোন্দল নয়, অন্তর্কোন্দল এই ভেঙে চুরমার হয়ে যাবে এই তৃণমূল দলটি।