পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডলঃ- সাধারণ মানুষের টাকা লুন্ঠনকারী তৃণমূল আর না।ঝালদা জনসভায় বিজেপির রাজ্য সভাপতি এ ভাবেই শাসকদলকে কটাক্ষ করে বলেন রাস্তাঘাট নেই হাসপাতালে মানুষ চিকিৎসা পরিষেবা পাচ্ছেনানা অথচ কলকাতায় দিদি বলছেন জঙ্গল মহল হাসছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই পুরুলিয়ায় শাসক দলকে টেক্কা দিয়ে লোকসভা আসন দুটি ছিনিয়ে নিয়েছে বিজেপি। জঙ্গল মহলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বিধানসভা আসন গুলি ছিনিয়ে নিতে মরিয়া।আজ পুরুলিয়ার ঝালদায় বিজেপির প্রতিবাদ সভা। আগামী মে মাসে করোনার সাথে বাংলা থেকে বিতাড়িত হবে তৃণমূল। সোনার বাংলা গড়বে বিজেপি। আজ ঝালদায় মেরি আপকার গার্ডেন থেকে বীরসামোড় পর্যন্ত মিছিলের পর হাট বাগান ময়দানে একথা বললেন রাজ্য সভাপতি। প্রসঙ্গত উল্লেখ, গতবছর আজকের দিন কেন্দ্রের এন আর সি ও সি এ এ -এর সমর্থনে ঝালদায় বিজেপির মিছিলে যোগদানকারীদের অনেককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আজ তার বিরুদ্ধে প্রতিবাদ সভা , মিথ্যা মামলায় জড়িতদের সংবর্ধনা জানাতে এসে দীলিপবাবু বলেন বাংলার উন্নয়নে ব্যর্থ তৃণমূল। ব্যর্থ জঙ্গলমহলের উন্নয়নে। নেই রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, পানীয়জল, চাকরির ব্যবস্থা এমনকি পড়াশোনার জন্য ভিন রাজ্যে যেতে হয় ছাত্র-ছাত্রীদের। মমতা ব্যানার্জি জঙ্গলমহলের দ্বিচারিতা করেছে। চাকরির আশায় 40 লক্ষ যুবক বাংলা ছেড়ে ভিন রাজ্যে গেছে। জঙ্গলমহলের মানুষ আজও ক্যাম্প পাতা জঙ্গল থেকে নিয়ে এসে বিক্রি করে দিন যাপন করে। এখনো জঙ্গলমহলের লাল মাটিতে পাকা রাস্তা হয়নি। হয়নি ত্রিফলা বা হাই মাক্স লাইট।উন্নয়নের নামে কেন্দ্র থেকে আসা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে দিদিভাই এন্ড কোম্পানি। দেশজুড়ে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি চালু হলেও দিদির কারনে রাজ্যের কৃষকরা বঞ্চিত। দিদির সার্কাস দল ভেঙ্গে আমাদের দলে আসতে চাইছে।আজ দিলীপ ঘোষের সভায় শতাধিক মানুষ বিজেপির পতাকা হাতে নেয়।