মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-সাত বছরের এক শিশুকে নদীতে স্নান করাতে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারার অভিযোগে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল মালদা জেলা আদালত।
জানা গেছে ওই গৃহবধূর নাম আদরী বিবি। গত ২০১৭ সালের ২৮ শে মার্চ ওই গৃহবধূ তার নিজের দেওর ইয়াসিন আলীকে নদীতে স্নান করাতে নিয়ে যায়। এরপর তাকে জলে ডুবিয়ে খুন করে বলে অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল মালদার গাজোল থানার বৈরগাছি এলাকায়। ঘটনায় গাজোল থানার পুলিশ ওই গৃহবধূকে গ্রেপ্তার করে । এদিন এই মামলার রায় দেয় মালদা জেলা আদালত। নির্দিষ্ট প্রমাণ ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় ওই গৃহবধূকে। যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয় তার।