দঃ ২৪পরগনা, নিজস্ব সংবাদদাতাঃ-বিরল প্রজাতির এক পেঁচা উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে প্রত্যন্ত সুন্দরবের বালি ১ গ্রাম পঞ্চায়েতের বালি গ্রামে। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার রাতে। স্থানীয় সুত্রে জানা গেছে এদিন সুন্দরবনের নদীতে মাছ ধরছিলেন বেশকিছু মৎস্যজীবী।মাছ ধরার পর তারা তাদের ইলিশ মাছের জাল নদীর তীরে টাঙিয়ে রেখেছিলেন শুকনো করার জন্য।রাতের অন্ধকারে ইলিশ মাছের জালের মধ্যে জড়িয়ে পড়ে এই বিরল প্রজাতির পেঁচা টি। শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতে মৎস্যজীবীরা দেখতে পায় তাদের ইলিশ মাছের জালের মধ্যে একটি পেঁচা জড়িয়ে ছটফট করছে। তারা সাথে সাথে পেঁচাটিকে উদ্ধার করে সুন্দরবনের ন্যাশনাল পার্ক ওয়েস্ট রেঞ্জের অফিসারদের হাতে তুলে দেয়।বনদফতর সুত্রে জানা গেছে পেঁচা টি সুস্থ আছে তাকে ছেড়ে দেওয়া হবে।