কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ- এদিন কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে মহাজাতি সদন পর্যন্ত বিজেপির মিছিল ছিল। বিজেপির মিছিলে উপস্থিত ছিলেন ভাটপাড়ার বিধায়ক বিজেপির নেতা অর্জুন সিং সহ আরো অনেকে ।এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব পদে ইস্তফা দেওয়ার নিয়ে মুখ খুললেন অর্জুন সিং ।তিনি জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় কে বিজেপিতে আসার জন্য স্বাগত জানাচ্ছেন। তার মত মানুষের রাজনীতিতে থাকা উচিত। দীর্ঘ দিন ধরে তৃণমূল থেকে তিনি পিসিও ভাইপোর জন্য কোনো কাজই করতে পারছিলেন না ।তিনি জানান রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করে মানুষের জন্য কাজ করুন ।রাজীব বন্দ্যোপাধ্যায় কে নিজের ভাই হিসেবে চিহ্নিত করে তিনি জানিয়েছেন তিনি চান রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করুন এবং তার জন্যে তিনি তাকে বিজেপিতে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।