বাহান্নের একুশে ফেব্রুয়ারি : মৌসুমী চক্রবর্তী ষড়ঙ্গী।

0
406

এত রক্ত , এত জোশ ,এত লালে – লাল চারিধার
এত আগুন , এত ফাগুন , এত সৃজন বেদনার
এত ভক্তি , এত মর্যাদা , এত তরুণ বুকের ঢল
আহত ডানার ঝটপট এত , এত প্রতিবাদী দলবল ।

ওরা বরকত রফিক জব্বার , সালাম শফিউল
নাম না জানা কত ছিল আরও তরুণ তপন ফুল
জাতি সত্তার মর্যাদা এত , মায়ের ভাষার জয়
যুগে যুগে সেই শহীদের কথা , শহীদমিনার বয়।

রক্তে ভেজা দোতারার সুরে বর্ণমালার সারি
মায়াময় বুকে প্রভাত ফেরি , একুশে ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here