একুশের বিপ্লব : প্রণতি ঘোষ।

0
501

আমরা বাঙালি,বাংলা আমাদের প্রাণের ভাষা,
পুণ্য দিবসে গর্বিত হই পূর্ণতার একুশ আশা।
হৃদয়ের কথা হৃদয়ঙ্গম হৃদয়ের এই ভাষায়,
সোহাগী দিনের রোমন্থন বাংলারই মমতায়।
এই ভাষাতেই মাঝি তার নৌকোর গান গায়,
লাল মাটির প্রান্তরেখায় বাউল মন হারায়।

এই ভাষাতেই ভাটিয়ালি সুর ধানের শীষে ধায়,
বাংলার রূপ চিরন্তিনী উদার শ্যামলিমায়।
এই ভাষা যে রবি-নজরুলের কালজয়ী কাব্যগাথা,
চন্ডীদাস আর জয়দেবের পদাবলীর অনন্যতা।
এই ভাষা যে তৃষ্ণার বারি মনের কথকতা,
হঠাৎ করে বাদলা মেঘের আনন্দ বারতা।

এই ভাষাতেই কোমল গান্ধার রামধনু রঙ আঁকে,
তাজা তরুণের আত্মবলিদান স্মরিত হয়ে থাকে।
আমরা বাঙালি ভুলি না সেই মহান আত্মদান,
রক্তে রাঙানো লোহিত মাটিতে বাংলার জয়গান।
বাংলাভাষার শিরোপা আজ বিশ্বেরই দরবারে,
কুর্নিশ সেই আত্মত্যাগের, বীরপুত্র শহীদেরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here