নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:-অসুস্থ পেঁচা উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর খাজরা চন্দনা এলাকার এক গৃহশিক্ষক। মঙ্গলবার সকাল ছটা নাগাদ খাজরার বাসিন্দা বরুন দাসের বাড়িতে দেখা মেলে পেঁচাটির। পরিবারের সদস্য ঘুম থেকে উঠে দেখেন একটি অসুস্থ পেঁচা বাড়ির সামনে বসে আছে। এরপরেই সকলে দেখেন পেঁচাটি চোট পেয়েছে এবং বসে রয়েছে। পাখিদের সঙ্গে লড়াই করে অসুস্থ হয়ে পড়ে বলে অনুমান। পেঁচাটিকে জল মুড়ি খাবার দেওয়া হয়। একটু সুস্থ হলে বনদপ্তরে খবর দেন বরুন দাস। ঘন্টা দুয়েকের মধ্যে খাজরা বনদপ্তরের কর্মীরা এসে পেঁচাটিকে উদ্ধার করে নিয়ে যায়। পেঁচাটিকে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে বনদফতর সূত্রে খবর। পেঁচাটিকে ফিরিয়ে দিতে পেরে খুশী গৃহশিক্ষকের পরিবার।
Home রাজ্য দক্ষিণ বাংলা অসুস্থ পেঁচা উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ীর...