হাবরা, নিজস্ব সংবাদদাতাঃ- ত্রিপুরায় বিজেপির সরকারটা তোলাবাজির সরকার মিথ্যাবাদীর সরকার, এই রাজ্যে বিজেপির 50 আসনও পাবে না এই ভাষাতে বিপ্লব দেবকে কটাক্ষ খাদ্যমন্ত্রীর জ্যোতিপ্রিয় মল্লিকের। হাবরা পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের একটি দলীয় অনুষ্ঠানে যোগদান করতেসে এসে এই ভাবেই আক্রমণ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে।
হাবরাতে বিজেপির পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করেছিল বিপ্লব দেব।
পাশাপাশি খাদ্যমন্ত্রী দাবি করেন ত্রিপুরায় 10000 শিক্ষকের চাকরি চলে গেছে এবং ওখানে মাফিয়া রাজ চলে গুলি করে মারা হয়।
ত্রিপুরার বিজেপি লিডাররা দিল্লিতে ব্যাংক ব্যালেন্স পড়েছে এবং কলকাতার সল্টলেকে একাধিক ফ্ল্যাট কিনে রেখেছে , ত্রিপুরার বিজেপি নেতারা ভারতবর্ষের চোরের মডেল এরা যেন বেশি কথা না বলে। ত্রিপুরার মানুষ খেতে পায় না এক বেলা, এই রাজ্যের মানুষ ফ্রিতে রেশন পায়,
পাশাপাশি গাইঘাটায় তৃণমূল কর্মীদের বিএসএফ মারধরের ঘটনা নিয়ে তিনি জানান তাদের কর্মীদের রাইট কমিশন কে মারধর করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর ছবি ছিড়ে ফেলে দেওয়া হয়েছে এই ঘটনার সাথে যে সকল বিএসএফ জওয়ানরা যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি তুলেছেন তিনি।