পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডলঃ- উদ্ধারকৃত দেহের দাবীদার দুই পরিবার। গতকাল সন্ধ্যায় নিতুরিয়া থানার বারস্যাডি পরিত্যক্ত খনি থেকে পুলিশ একটি দেহ উদ্ধার করে। উদ্ধারের পরেই দেহ নিয়ে শুরু হয় দড়ি টানাটানি।স্থানীয় নিমডাঙ্গার বাসিন্দা নূরমহম্মদ নামে এক ইসিএল কর্মী প্রায় চারমাস নিখোঁজ রয়েছেন।তার পরিবার দাবী দেহটি নূরমহম্মদের।অন্যদিকে নিরশা থানার পান্ডরা বেজড়া গ্রামের বাসিন্দা আশফ আনসারি দাবী দেহ তার ছেলে সারির আনসারির। তিনি জানান তার ছেলে এখানে রাজমিস্ত্রীর কাজ করে।গত শুক্রবার ফোনে কথা হয়, তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন।তার সঙ্গে যারা কাজ করেন তাদের কাছে খবর পেয়েই ছুটে এসে চিনতে পারি । পুলিশ সূত্রে জানা যায় স্থানীয় মানুষের কাছে খবর পেয়ে দেহ উদ্ধার করা হয়। দেহ জলে ভাসছিল ,পচন ধরেছে।শনাক্ত করনের জন্য ডিএনএ টেস্ট করা হবে।দেহ মর্গে রাখা হয়েছে। দেহ কার এনিয়ে নানা প্রশ্ন উঠেছে।নিতুরিযা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।