নারী : উজ্জ্বল সামন্ত।

0
467

নারী সৃষ্টির প্রতীক, সৃষ্টির সম্মান রক্ষা করেছো
নারী বংশের প্রদীপ, প্রদীপের নীচের অন্ধকার দেখেছো
নারী শরীর কোমল, কখন কঠিন হয় অনুভবে ছুঁয়েছো
পরম সুখ দু:খের হেতুও নারী,কখনো কারণ খুঁজেছো

দেবীর পূজা কর, অথচ নানা অছিলায় নারীর অসম্মান
নারী কি কেবল ভোগ্যপন্য , শরীরী বিনোদনের ভূমিকায়
জীবনসঙ্গী নির্বাচনে কেন রূপ রঙে পছন্দের তকমায়
সাবলম্বী হয়েও সামাজিক নিয়মে নারী কেন পরগাছা

আজও কন্যা সন্তান জন্ম হলে আনন্দে কেন ভাটা
ছেলেই সোনার আঙটি কেন? হোক না সে যতই বাঁকা
দুটো চোখই সমান, দৃষ্টিভঙ্গির পার্থক্য কেন তবে
এখনো যদি থাকে লিঙ্গবৈষম্য সমাজ কবে এগোবে

সমাজ নাকি পুরুষতান্ত্রিক ,নারীর কেন নয়
বিধিনিষেধের রক্ষাকবচে কখন সুরক্ষিত হয়?
লড়াই করে টিকে আছে ওরা দিনরাত পরিশ্রম করে
নাম,পরিচয় বদলে নারীরাই কেন সমাজে সংসারে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here