সুখ : উজ্জ্বল সামন্ত।

0
452

আড় চোখের চাউনি চেনে মৃদু হাসি ঠোঁটের ফাঁকে
নিষ্পলকে শান্ত গভীর চোখে ডোবার ইচ্ছে জাগে
পরিচয়ের ঘনত্ব গাঢ় বন্ধনে সময় যতই বয়ে চলে
কোলাহল থেকে দূরে দুজন নির্জনে স্বপ্ন বোনে

পরিচয় থেকে পরিণয় ভালোবাসা অনুভূতি
অপেক্ষার মুহূর্তরা প্রহর গোনে মন হতে চায় চিরসুখী
কিন্তু চাইলেই কি সুখী হওয়া যায় আড়ালে হাসে নিয়তি
ভালোবাসার ঝর্ণা তান্ডবে দুঃখের সাগরে বানভাসি

ভালবেসেই কি সুখী হওয়া যায় দুঃখ কি কেবল বিরহে
ধীরে ধীরে ভালোবাসার মানুষ কখন যে যায় পালটে
ভালবাসায় সুখ দুঃখ আছে তবুও মানুষ ভালবাসে
প্রতিশ্রুতি পূরণে ভালবাসা সুখের তাসের ঘরও বাঁধে

কেউ খোঁজে অর্থে সুখ কেউ খোঁজে নামে, কামে
ষোল আনা সুখ কাল্পনিক কেউ কি আছে পৃথিবীতে
সুখ-দুঃখ পাশাপাশি আলোছায়া এক মিলে মিশে
ভবিষ্যত অজানা তবুও ভালবাসা অবলম্বনে জড়িয়ে

সুখী হতে খাঁটি মন লাগে, আর অকৃত্রিম ভালোবাসা
জীবন যদি একলা পথে চলে ভালবাসা বিহীন হতভাগা
ভালো তো জীবনে সবাই বাসে ক্ষণিকের জন্য হলেও একবার
প্রকৃত ভালোবাসা জীবনে কি কখনো ধরা দেয় বারংবার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here