দোল লেগেছে অস্ফুট : ঝুমা মজুমদার চৌধুরী।

0
499

একান্ন শরীরে ছড়িয়ে ছিটিয়ে তৈজসপত্র
মাংসপেশীর কান্না,নিভৃত অপেক্ষা তবুও মন্দিরের চূড়ো বেয়ে ভোর নামে কখনও, কোনো এক তীর্থ খন্ডে ফুটে ওঠে জলটুঙি পাহাড় , লাবণ্য নদীর চর l
চড়ুই রোদ, কেঁপে ওঠে বন বসন্ত,
দোল লেগেছে অস্ফুট l

নদীর মেয়ে আতপ শরীর দিঘি জল
কলসী কাঁখে বাঁধভাঙা,উপুড় করা রামধনুরা
মৃত্যু মুকুট খসে পড়ে,দোল লেগেছে অন্ধকারে

কোথায় বড়াই সেদিন হায় চিহরলতায় আলোর ঋণ, বাঁধভাঙা কে এনে দেবে সেই যে রোদ পলাশ বীণ,ডোঙ্গরজুড়ির প্রত্নদিন, আবির উড়ে দোলের রঙ দিগন্ত
আজ সকালে দোল লেগেছে অস্ফুট l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here