জোনাকিরা জ্বলে নেভে : আরফিনা।

0
602

গভীর অন্ধকারে যে বাঁশির সুর / ঘুম ভাঙিয়ে দেয়, / তাকে বুকের তানপুরায় ধরে রাখার কথা / ভাবতে পারিনি। শীতের স্টশনে ছেঁড়া কাঁথার ভেতর / থরথর কাঁপতে থাকা / একটি বালক শুধু অঘোরে ঘুমিয়ে পড়ে / সেই সুর শুনে। আমি কি তাকে / একটি কম্বল দেওয়ার কথা / ভেবেছি কখনো?

জোনাকিরা জ্বলে নেভে, জ্বলে নেভে / সারারাত। আমি তো জানিনা সেই গান / যার ভেতর তারা অনায়াসে / ঘুমিয়ে পড়তে পারে। যে আমাকে পৌঁছে দিয়েছে / তোমারই ঠিকানায়, সে আসলে ঠিক কোথায় / আমাকে নিয়ে যেতে চেয়েছিল, / জানিনা এখনও!

মনখারাপের খুচরো পয়সাগুলি খরচ করার কথা / ভাবিনি এখনও। আর সোনার শিকলে জীবন / বেঁধে রাখার কথা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here