প্রশ্ন করো না : একদম না।

0
518

আকাশের নিচে অনেক আকাশ…
যেখানে পিঁপড়ের মতো মানুষের বাস…
সেখানে কথা বলা- না বলা মরুভূমি চোখ..
চোখগুলোর ভেতরে-বাইরে ভয়ংকর শুন্যতা…!

ওরা আবার এসেছে..
ওরা আবার আসবে..
হাজার বছরের ইতিহাসের
যেমনটা ওরা আগেও এসেছিলো….!

মৃত শৈশবের জিজ্ঞাসার কোন উত্তর হয় না…
পৃথিবী মুখোশে থমকে গেলেও..
বাজারে অস্ত্রের দাম বাড়ে..
আজকে সভ্যতায় সাম্রাজ্যের অধিকার যে
শুধুই বিকলাঙ্গ রাজাদের…;

রাজারা ‘দেশ’ জন্ম দেয়..
আবার ইচ্ছে হলে হঠাৎ মৃত্যুদণ্ড…;
রাজাদের শিশুদের পায়ের তলায় তো আর
ব্যালিষ্টিক আগুন জ্বলে না…!

আবার ভাসবেন গৌতম..যিশু..ইশ্বর…
লজ্জায় ভাসবেন আল্লাহ…;

সৃষ্টিকর্তার লজ্জা হয়..
কিন্তু সৃষ্টির লজ্জায় যে পুঁজিবাদী মরিচিকা…!

হুংকার করে মানুষের উপর মানুষের বিবর্তনের খেলা..
হারজিৎ শুধুই চাবুকের রাজকীয় নেশা…
পৃথিবীর নিঃসঙ্গ হলে কার তাতে কি?????
বাঙ্কারে শত বছরের প্রাসাদ বিক্রি হচ্ছে যে…;;

দাম দিলে কিনে নেয়া যায় আস্ত এক শতাব্দী…
সময়ও একদিন নিলামে উঠলো বলে…;

প্রশ্ন করো না কোন..
শুধু অহংকার করে যাও শ্রেষ্ঠ সৃষ্টি বলে…;;

ধুলো বালিতে মাখা রক্তাক্ত শৈশব কোন প্রশ্ন করে না তাই….
শুধু ইশ্বরের সাথে মুখোমুখি চোখে…
লজ্জায় হয়ে যায় চুকচুক দুঃখের কবিতা…..;;;

নপুংসক রাজার সভা….
— সৌগত রাণা কবিয়াল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here