ছাত্র-ছাত্রীদের বাসের ভাড়া এক-তৃতীয়াংশ করার দাবিতে জেলাশাসক ও আরটিও আধিকারিকের কাছে ডেপুটেশন।

0
300

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- গত দু-বছর ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা দেওয়ার কথা জানিয়েছিল বাস পরিবহন সংস্থা আরটিও। কিন্তু কোন বাসই ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া তো দূরের কথা সামান্য কনসেশনও নিচ্ছেই না উপরন্তু বিভিন্ন বাসের কন্টাকটারা ছাত্র-ছাত্রীদের হয়রানি ও হেনস্থা করছে বলে অভিযোগ। তাই ছাত্র-ছাত্রীদের এক-তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াতের সুবিধা দেওয়া ও ভাড়া নিয়ে ছাত্র-ছাত্রীদের হেনস্থা ও হয়রানির প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম ও আরটিওর নিকট বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন এআইডিএসও। মেদিনীপুর কলেজের সামনে থেকে মিছিল করে বাস স্ট্যান্ড ডিএম গেটে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। তাদের দাবি অনুযায়ী একসপ্তাহ ধরে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে সোমবার প্রায় পাঁচ হাজার স্বাক্ষর নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। অবশ্য পশ্চিম মেদিনীপুর জেলার ডিএম এবং আরটিও উভয়ই ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াত করার কথা ঘোষণা করে এবং ছাত্র-ছাত্রীদের হয়রানি ও হেনস্থা করলে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।
সংগঠনের জেলা সম্পাদক ব্রতীন দাস বলেন, বাসের ভাড়া নিয়ে ছাত্রছাত্রীদের হয়রানি, হেনস্থা প্রতিনিয়ত হতে হচ্ছে। তাই আমরা এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। গত ৫ ডিসেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ হাজার ছাত্রছাত্রীর স্বাক্ষর সম্বলিত ডেপুটেশন আমরা ডি.এম এবং আরটিও’র কাছে দিয়েছি। উভয়ই ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা মনে করি এটা ছাত্র আন্দোলনেরই জয়। ছাত্র-ছাত্রীদের কাছে আবেদন আপনারা বাসেউঠে টিকিট কাটুন অর্ধেক ভাড়ায় যাতায়াত করুন। কোন বাস সমস্যা করলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here