করোনা এবং ওমিক্রনিক বিশেষ সচেতনতায় পুলিশি তৎপরতা জেলাজুড়ে।

0
449

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পূর্বের করোনা সম্পূর্ণরূপে সামাল দেওয়ার আগেই এ রাজ্যে আবারো নতুন ভেরিয়েন্ট অমিক্রণ থাবা বসিয়েছে । এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে প্রায় প্রত্যেক রাজ্যকেই বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলেছেন । রাজ্যের মুখ্যমন্ত্রীও, দুয়ারে সরকার সহ বেশ কিছু সরকারি অনুষ্ঠান বাতিল করেছেন । আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে সমস্ত রকম কর্মীসভা বাতিল হয়েছে বলেই জানা যায় দলীয় সূত্রে। সদ্য সমাপ্ত ক্রিসমাস এবং বর্তমান চলতি পিকনিকের মরশুমে শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি। যদিও একাংশ সাধারণ মানুষের দাবি, নিয়মিত প্রশাসনিক টহলদারি না থাকার ফলেই, এই ঢিলেমি। প্রশাসনিক সূত্রে জানা যায় সাধারণ মানুষের সচেতনতা দায়িত্ব তাদের নিজেদের রাখা উচিত। এ বিষয়ে অতি তৎপর হলেও অতীতে সমালোচিত হয়েছে হয়েছে প্রশাসনকে।তবে আজ কৃষ্ণনগর প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ প্রচার অভিযান চালানো হলো ওমিক্রণ এর প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার। আজ কেউ গ্রেপ্তার না হলেও জিজ্ঞাসাবাদের জন্য অনেকেই নিয়ে যাওয়া হয় থানায়। অন্যদিকে নাকাশিপাড়ায় আজ চলবে প্রচারাভিযান কাল থেকে ধরপাকড় শুরু হবে বলেই জানা গেছে বিশেষ সূত্রে। রানাঘাট চাকদা এবং শান্তিপুর থানার পক্ষ থেকেও এ ধরনের প্রচার অভিযান লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here