গ্যাস সিলিন্ডারে লিক হয়ে গোটা বাড়ি ভস্মীভূত।

0
367

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার সারেঙ্গার গাংনালাতে আগুনে ভষ্মীভূত বাড়ি। পুড়ে ছাই বাড়ির আসবাব পত্র থেকে গহনা, কাটা। স্থানীয় সূত্রে খবর, গ্যাসের সিলিন্ডার লিক করে ছড়িয়েছে আগুন। আজ সকাল প্রায় ৮.২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা, পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সারেঙ্গা গাংনালা গ্রানের বাসিন্দা দীপক ধীবর। স্থানীয় নদী বা ডোবা থেকে মাছ ধরেন এবং স্থানীয় এলাকায় মাছ বিক্রি করে চালাতেন সংসার। আজ সকালে হঠাৎ আগুনে ভষ্মীভূত হয়ে যায় তাঁর খড়ের চালের মাটির বাড়ি। পরিবার ও স্থানীয়দের কথায় গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করেই ঘটেছে দূর্ঘটনা। দীপক ধীবরের মায়ের কথায়, যখন আগুন লাগে তখন তিনি ছাদে ছিলেন প্রচন্ড ধোঁয়া দেখে কোন রকমে নেমে আসেন।তবে জিনিস পত্র কিছুই বের করা সম্ভব হয়নি। বাড়িতে মজুত খাদ্য থেকে আসবাব পত্র এমন কি টাকা পয়সা, গয়না সবই পুড়ে গেছে বলেই দাবী। স্থানীয়রা প্রথমে আগুন লক্ষ্য করেন, খবর দেওয়া হয় স্থানীয় সারেঙ্গা থানায়। সেখানে দ্রুত উপস্থিত হন সারেঙ্গা থানার পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় খাতড়া দমকল বিভাগে। স্থানীয় বাসিন্দা, পুলিশ কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগান, পরে দমকল এসে আগুন সসম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here