ছাত্র পরিষদের মহা উদ্যোগ, মাক্স বিলি ও সচেতনতা প্রচার।

0
348

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা ফিরেনি এখুনও কিছু মানুষের হুঁশ ,, এই পরিস্থিতিতে করোনার সংক্রমন রোধ ও এই সংক্রমণ থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা ও মাক্স পরা কিন্তু অনেক ক্ষেত্রে বাজারে আশা ও কোন প্রয়োজনীয় কাজে বাইরে বেরোনো সময় সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ছবি ধরা পড়েছে কোথাও আবার বেপরোয়াভাবে মাক্স ছাড়াই ঘুরে বেড়াতে দেখা গেছে তাই সাধারণ মানুষকে সচেতন করতে ও করোনা সচেতনতা বার্তা দিতে বুধবার রতুয়া ১নং ব্লকের রতুয়া স্ট্যান্ডে ,আপনার মাস্ক আপনার জীবন সলোগান কে সামনে রেখে মালদা জেলা ছাত্র পরিষদের উদ্যোগে ও রতুয়া ১নং ব্লক ছাত্র পরিষদের পক্ষ থেকে মাক্স সেনিটাইজার বিতরণ কর্মসূচি রাখা হয় যেখানে পথ চলতি সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতনতা করা হয় ও পথ চলতি সাধারণ মানুষের হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দেবার পাশাপাশি পথচলতি মানুষকে মাক্স পরিয়ে দেবাহয় ও পথচলতি সকলকে মাক্স পড়ার জন্য অনুরোধ করেন।

ছাত্র পরিষদের এই মহা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।

এদিনকার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি,,তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসূন রায়, সহ,ছাত্রনেতা শাহিদ আক্তার,ও অন্যন্য তৃণমূল নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here