শুক্রবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সচেনে পথে নামলো।

0
614

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-করোনা ওমিক্রন নিয়ে গোটা রাজ্য আক্রান্ত হছে অনেকেই এই পরিস্থিতিতে শুক্রবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সচেনে পথে নামলো। এদিন আপনার মাক্স আপনার জীবন এই স্লোগান কে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বামনগোলা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের মাক্স বিতরণ ও সচেতন মূলক প্রচার করলেন এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজ সামনে থেকে মাইকিং এর সাথে সাথে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করনে এবং পাকুয়াহাটের বিভিন্ন এলাকায় পথ চলতি সাধারণ মানুষকে মুখে মাস্ক যাদের ছিলোনা তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। এবং তাদের কে বোঝানো হয় মাস্ক কি কারনে পরতে হবে এবং বাড়ি থেকে বাইরে গেলে মাস্ক অবশ্যই পরার জন্য অনুরোধ করেন সদস্যরা। টিএমসিপির ব্লক সভাপতি টোটন দাস বলেন তৃনমুল ছাত্র পরিষদের সদস্যরা বলেন বামুনগোলা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা পাকুয়াহাট এলাকায় পথ চলতি সাধারণ মানুষকে সচেতন ও মাস্ক বিতরন করেন করোনা পরিস্থিতি থেকে রেহাই পেতে সচেতন করাহয় এবং পথ চলতি মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন টিএমসিপির ব্লক সভাপতি টোটন দাস ও অন্যান্য নেতৃত্ব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here