স্কুল খোলার দাবিতে জেলা জুড়ে বিক্ষোভ।

0
645

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –   জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল ও করোনা বিধি মেনে অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে  রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ আন্দোলনের কর্মসূচী নেওয়া হয় এআইডিএস ও  রাজ্য কমিটির পক্ষ থেকে।   দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির পক্ষ থেকে জেলা জুড়ে  এই অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার কুল্পি , জয়নগর থানার মোড়,রায়দিঘি বাজার, পাথর প্রতিমা বাজার, ক্যানিং বাজার, কুলতলি জামতলা বাজারে স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের নিয়ে বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখাতে গিয়ে  এ আই ডি এস ও’ র জেলা সম্পাদক অরবিন্দ প্রামাণিক বলেন-” প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ থাকার ফলে এ রাজ্যের এক বিরাট অংশের ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই শিক্ষার আঙিনা থেকে দূরে সরে গিয়েছে ৷ স্কুল ছুটের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে ৷  প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ থাকার ফলে গরীব মধ্যবিত্তের শিক্ষা গভীর সংকটের সম্মুখীন হয়েছে ।

বিক্ষোভ দেখাতে আসা নেতৃত্বরা আরো অভিযোগ করেন, আসলে করোনা অতিমারির এই সুযোগকে হাতিয়ার করে সরকার শিক্ষা ধ্বংসের নীল নক্সা ‘জাতীয় শিক্ষানীতি-২০২০’ র নানান দিক চালু করতে চাইছে৷ এই শিক্ষানীতির অনেক গুলি এজেন্ডার মধ্যে অন্যতম এজেন্ডা হল প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বকে কমিয়ে দিয়ে অনলাইন মোডে শিক্ষাকে অধিক গুরুত্ব দেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here