সাধারণতন্ত্র লঙ্ঘিত হচ্ছে এ রাজ্যে, 73 তম সাধারণতন্ত্র দিবসের নেতাজির গলায় মালা পরিয়ে জনসাধারণের উদ্দেশে এ কথাই জানালেন সাংসদ জগন্নাথ সরকার।

0
374

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সংসদ জগন্নাথ সরকার তার নিজের স্কুলে পতাকা উত্তোলনের পর এলেন শান্তিপুর ডাকঘর মরে নেতাজি সুভাষচন্দ্র বোসের গলায় মালা পরাতে‌ । সেখানে জনসাধারণের উদ্দেশে কিছুক্ষণ বক্তৃতা করেন।ক্ষোভের সাথে তিনি জানান, প্রজাতন্ত্র বা সাধারন তন্ত্র কথাটি অপমানিত হয় এ বাংলায়। যেখানে সাধারন মানুষের গণতন্ত্র হরণ করেছে এ রাজ্যের সরকার। স্বাধীন রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে তারা। ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সুখ্যাতি করে তিনি বলেন, বিশ্বের মধ্যে একমাত্র প্রধানমন্ত্রী যিনি এত জনসংখ্যার মাঝেও প্রত্যেক প্রজার জীবন সুনিশ্চিত করতে বিনামূল্যে দেড় কোটি ভ্যাকসিনেশন সম্পন্ন করেছেন এত অল্প দিনের মধ্যেই। তিনি বলেন তৃণমূলের জমানায় মানুষের দ্বারা নির্বাচিত পদ্ম ফুল প্রতীক চিহ্ন নিয়ে জয় লাভ করা বিধায়ক সাংসদদের বাদ দিয়ে তারা সরকারি অনুষ্ঠান করে থাকেন এটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত লজ্জার যা আগামী দিনে বিনাশ হতে চলেছে মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here