৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কোলাঘাট হাই স্কুল প্রাঙ্গনে পাঁচশতাধিক দুঃস্থ বয়স্কদের চশমা বিতরণ

0
295

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট হাইস্কুল প্রাঙ্গণে এলাকার দুঃস্থ মানুষের চোখের গুরুত্বের লক্ষ্যে প্রায় পাঁচশতাধিক দুঃস্থ অসহায় বয়স্কদের চোখে বিনাব‍্যয়ে পাওয়ার ম‍্যাচিং চশমা পরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে একটি ক‍্যাম্পের মাধ‍্যমে চক্ষু বিশেষজ্ঞ দ্বারা এই সমস্ত মানুষের চোখের পাওয়ার নির্নয় করা হয়েছিল। এরসাথে প্রায় ২০৫ জনের চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়। এইদিন কলকাতার এক বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তাদেরও সম্পূর্ণ বিনাব‍্যয়ে অত‍্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করা হয়। সমস্ত বিষয়টিই কোভিড বিধি মান‍্যতায় ভীড় এড়িয়ে পর্যায়ক্রমে সংগঠিত হয়েছে বলে উদ‍্যোক্তাদের পক্ষে জানানো হয়।
আয়োজকদের পক্ষে শুভঙ্কর বোস জানান, ” আমরা এই প্রতিষ্ঠানের পক্ষ হতে সারাবছরই আর্তদের জন‍্য বিভিন্ন কাজ করার চেষ্টা করি। তারই অঙ্গ হিসাবে প্রজাতন্ত্র দিবসে এই প্রয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here