বীরভূম, ভবানী প্রসাদ রায়ঃ- করোনা আতঙ্কে জেরে সাধারণ মানুষকে লকডাউন এর নিয়ম মেনে চলার জন্য বীরভূমের সাঁইথিয়ার যুবক-যুবতীদের এক অসাধারণ প্রয়াস।সাঁইথিয়ার কল্পনা স্মৃতি নৃত্যায়ন এর পক্ষ থেকে এদিন একটি নৃত্য সহযোগে একটি প্রতিবেদন তৈরি করা হল।প্রতিবেদনটির নাম দেওয়া হয়েছে “পৃথিবী আবার শান্ত হবে”। তাদের মূল বক্তব্য হচ্ছে, মানুষ যেনো এই লোকডাউন মেনে চলে, সামাজিক দূরত্বতা বজায় রাখে এই সবই, নচিকেতার বিখ্যাত একটি গানের সাথে নৃত্য পরিবেশন করেন ওই সংস্থার পাঁচ জন নৃত্যশিল্পী, অঙ্গনা, অন্বেষা, আস্থা,অন্তরা ও শ্রাবন্তী। নৃত্য দুই পরিচালক রেশমী ও প্রীতম জানান, মানুষকে সজাগ করে আমাদের এই উদ্যোগ, আগামীতেও আরো কিছু চিন্তা ভাবনা রয়েছে।
ছবি : শুভজিৎ মন্ডল।