অসহায় মানুষের পাশে “মহিষাদল পারিজাত”।

0
624

মহিযাদল-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ-  এই বছর পৃথিবীর বুকে এক চরম অসুখের নাম হলো করোনা ভাইরাস। এই ভয়ঙ্কর সংক্রমণ করোনা ভাইরাসের জেরে সারা বিশ্বজুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। কাজকর্ম হারিয়ে দিশেহারা মানুষ এখন গৃহবন্দী। সারা ভারতবর্ষ জুড়েও একই ভয়াবহ পরিস্থিতি চলছে। এই পরিস্থিতির মোকাবিলায় এক মান্ত্র পন্থা লকডাউন। কারন এই কভিড-১৯ এর কোনো ভ্যাক্সিন এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। গোটা বিশ্বের বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই ভ্যাক্সিন  আবিষ্কার করতে। কিন্তু বর্তমান পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন দেশে চলছে লকডাউন। ভারতেও সেই পন্থা চালু রয়েছে। কিন্তু এর ফলে প্রত্যক্ষ ও পরক্ষোভাবে মানুষের জীবন জীবিকায় পড়েছে প্রভাব। দিনে দিনে সমাজের অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে, বিশেষ করে যারা দিন আনে দিন খায়।  এমতাবস্থায় ঠিক এই ভয়াবহ সময়ে দাঁড়িয়ে সেই সব অসহায় মানুষদের সাহায্য করার জন্য “মহিষাদল পারিজাত” তাদের প্রবল ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে এসেছে।
বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী যেমন চাল, আলু ,পিয়াজ, ডাল, সোয়াবিন, সাবান, ইত্যাদি বাড়ি বাড়ি গিয়ে মানুষের হাতে তুলে দেয় “মহিষাদল পারিজাত”। মহিষাদল পারিজাত ক্লাবের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকল সম্প্রদায়ের মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here