মহিষাদল-পূঃ মেদিনীপুর, দীপক আচার্য্যঃ- করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ তথা সারা রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর সেই লকডাউন পিরিয়ডে রক্তের চাহিদা মেটাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মহিষাদল থানার ব্যবস্থাপনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। মহিষাদল রবীন্দ্র পাঠাগারে আয়োজিত হলো এই রক্তদান শিবিরের। দেশজুড়ে লকডাউন চলার কারনে বিভিন্ন ক্লাব ও সমাজসেবী সংগঠনগুলি নিয়মিত ভাবে যে রক্তদান শিবিরের আয়োজন করত তা আপাতত বন্ধ রয়েছে। রক্ত দান জীবন দান। কিন্তু লকডাউন পিরিয়ডে রক্তের চাহিদা অনুযায়ী যোগানের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন নিজ উদ্যোগে সমস্ত রকম নিয়মবিধি মেনে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছেন এবং নিজেরাও রক্ত দিচ্ছেন। এমনই আর মানবিক এক উদ্যোগ দেখা গেলো পূঃ মেদিনীপুর জেলার মহিষাদল থানার ব্যবস্থাপনায় রবীন্দ্রপাঠাগারে রক্তদান শিবিরের আয়োজন করতে। জানা গিয়েছে, এদিনের রক্তদান শিবিরে
প্রায় ১০০জনের ওপর ব্যাক্তি রক্তদান করেন। থানার প্রায় সমস্ত পুলিশ রক্তদান করেন আজ। সকাল থেকেই শুরু হয়েছে এই শিবিরের। আজকের এই রক্তদান শিবিরের প্রধান উদ্যোক্তা মহিষাদলের থানার ওসি পার্থ বিশ্বাস। পাশাপাশি এদিনের রক্তদান শিবের উপস্থিত ছিলেন হলদিয়ার অ্যাডিশনাল এস. ডি. পি. ও. পার্থ ঘোষা, এস.ডি.পি.ও. তন্ময় মুখার্জী, মহিষাদলের নব নিযুক্ত সি.আই. বিচিত্র বিকাশ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ মাইতি, রমেশ সাঁতরা ও তার ভাই সোমেশ সাঁতরা। উল্লেখ্য রক্ত ঠিক মতন নিয়ম মেনে নেওয়া হচ্ছে কিনা তা পরিদর্শন করতে উপস্থিত হয়েছিলেন পূঃ মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ আধিকারিক, চিফ ম্যাডিকেল অফিসার অফ হেল্থ (সি.এন.ও.এইচ.)। এই রক্ত দান বর্তমান রাজ্য স্বাস্থ্য দপ্তরের বার্তা অনুযায়ী সমদূরত্ব বজায় রেখেই এ রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পুলিশের এই মহৎ উদ্যোগে খুশি সকল সম্প্রদায়ের মানুষ।
Home রাজ্য দক্ষিণ বাংলা মহিষাদল থানার ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মহিষাদল রবীন্দ্র পাঠাগারে স্বেচ্ছায়...