সুরশ্রী রায় চৌধুরীঃ-গোটা বিশ্ব করোনা সংক্রমণে জুজু। হাজার হাজার মানুষের প্রাণ নিচ্ছে করোনা। পৃথিবীর বেশ কিছু দেশে মৃত্যু মিছিল চলছে। প্রতি মুহুর্তে গবেষণা হচ্ছে। আসছে নতূন নতূন তথ্য। আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স গবেষণা সংস্হার পক্ষ থেকে জানা গেছে করোনার প্রকার ভেদের কথা। অর্থাৎ করোনার তিনটি প্রকারের কথা সামনে এনেছে। এই মার্কিনি সংস্থাটি বিভিন্ন দেশ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা কিছুটা হলেও স্বস্তির নিঃস্বাস ফেলতে পারবে দেশবাসী। আমেরিকার এই সংস্থার তথ্যে কোভিড ১৯ এর ভাইরাস তিনটি ভাগে এসেছে। কোভিড ১৯ এ, কোভিড ১৯ বি ও কোভিড ১৯ সি। এই তিনটি ভাইরাসের মধ্যে কোভিড বি , কোভিড এ,ও কোভিড সি এর তুলনায় দুর্বল। গবেষণা সংস্থার দাবী ভারতে করোনা ভাইরাসের যে প্রকারটি এসেছে তা অন্য প্রকার গুলির তুলনায় বেশ দুর্বল। তাই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনার ক্ষতির আশঙ্কা অনেকটা কম।
গবেষণায় জানিয়েছে এশিয়ায় করোনা ভাইরাসের যে টাইপটি ছড়িয়েছে সেটি ইউরোপ , আমেরিকার টাইপের মতো অত মারাত্মক নয়। ভারতসহ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় ভাইরাসের বি টাইপ ছড়িয়েছে। যেটি কম মারাত্মক।কিন্তু আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ দেশে করোনা ভাইরাসের এ ও সি টাইপ ছড়িয়েছে তার ফলে ওই সব দেশে ভাইরাসের প্রকোপ অত্যন্ত বেশি।
করোনা নিয়ে দিশেহারা মধ্যে একটু হলেও স্বস্তি খবর শুনিয়েছে আমেরিকার ন্যাশনাল একাডেমী অফ সায়েন্স।