মহিষাদল-পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আজ মহিষাদল থানার উদ্যোগে প্রত্যন্ত গ্রাম অমৃত বেড়িয়া শীতলা মন্দির লেক গেট প্রাইমারি স্কুলের সংলগ্ন এলাকা দুস্থদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো। নোভেল করোনার ভয়াল থাবায় ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজ্যে বর্তমানে কঠোরভাবে পালন করা হচ্ছে লকডাউন। লকডাউনকে অমান্য করলে জেল ও জরিমানা হতে পারে। কিন্তু বিভিন্ন জেলায় যারা প্রচন্ড দুঃস্থ দারিদ্রসীমার নীচে বসবাস করে, দিন আনে দিন খায় বেশী সমস্যায় পড়়েছেন তাঁরা। রেশন থেকে যা পাচ্ছেন তা দিয়ে কিছুটা সুরহা হলেও সারা মাসের পেট চলার জন্য উপযুক্ত নয়। তাই রাজ্য সরকারের পাশাপাশি তাদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সমাজ সেবী সংগঠন গুলি। পাশে দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনও। ব্যাক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে সেই সকল দুঃস্থ মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন ত্রাণ সামগ্রী , আবার কখনো রান্না করা খাবারও। বেশ কিছু দিন ধরে এমনই কিছু উদ্যোগ নিয়ে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পুলিশ। আজও তার ব্যাতিক্রম হয়নি। আজ মহিষাদল থানার উদ্যোগে ওসি পার্থ বিশ্বাস এর নেতৃত্বে মহিষাদলের প্রত্যন্ত গ্রাম অমৃত বেড়িয়া শীতলা মন্দির লেক গেট প্রাইমারি স্কুলের সংলগ্ন এলাকা দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হলো। করোনা সংকটের কারণে কর্মহীন এই সব গরীব ও অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও মাস্ক, হ্যান্ডগ্লাভস দেওয়া হয়, এবং লকডাউন মেনে চলার সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস ও সেকেন্ড অফিসার তাপস ঘোষ সহ আরো অনেকে।