মহিষাদল-পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিশ্বব্যাপি এই মুহুর্তে একটিই আলোচিত নাম কভিড-১৯। কেড়ে নিয়েছে কয়েক হাজার প্রাণ। কর্মহীন মানুষ আজ বাঁচার তাগিদে এই মারন ভাইরাসের সঙ্গে লড়ে চলেছে প্রতি নিয়ত। মরন ভাইরাস রুখতে আপাতত মানব জাতির একমাত্র হাতিয়ার লকডাউন। আর এই লকডাউনের কারনে কর্মচ্যুত সকল স্তরের মানুষ। কাজ হারিয়েছে যৌন কর্মীরাও। বেঁচে থাকার লড়াইয়ে তাদেরও প্রয়োজন দুবেলা দুমুঠো অন্নের। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একটি অঞ্চলের এক যৌন সংগঠন এমনই কঠিন সমস্যায় পড়েছে। নেই কাজ। পেট চালানো দায়। দুর্বার গোষ্ঠির মাধ্যমে তাদের সেই দূরাবস্তার কথা জানতে পারেন মহিষাদলের তেরপেখ্যা গ্রাম পঞ্চায়েতের সক্রিয় সদস্য, অতি পরিচিত ও পরিশ্রমী মুখ-মাননীয় প্রলাপ মিশ্র মহাশয়। তিনি কথা দিয়েছিলেন সামর্থ অনুযায়ী পাশে দাড়াবেন। আর তিনি কথা রেখেছেন। মূলত তাঁরই ব্যাক্তিগত উদ্যোগে আজ বিকেল ৪টায় মহিষাদলের ৫০জন যৌনকর্মীর পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের এই কর্মহীন সময়ে এই সাহায্য পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি যৌনকর্মীরা। দুর্বার সমিতির মহিষাদল শাখার প্রধান বলেন, ”প্রলাপ বাবুকে আমি কর্মীদের সমস্যার কথা বলে ছিলাম, উনি সহায্যের আশ্বাস দিয়ে ছিলেন। আর আজকে তা পেয়ে আমরা খুশি। প্রলাপ বাবুকে কর্নিশ জানাই”। উদ্যোক্তা প্রলাপ মিশ্র জানান, ”উনারা আমাকে উনাদের সমস্যার কথা কয়েক দিন আগে আমাকে জানিয়েছিলিনে। আমি আমার সাধ্যমত সাহায্য করেছি পাশে থাকার। আগামি দিনে এই ভাবে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করব”।