বিভিন্ন উপকরণের উপর ছবি এঁকে প্রশংসা কুড়ােচ্ছে অনিকেত।

0
599

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:-ছবি আঁকার নেশা ছোট থেকেই । আপন খেয়ালেই ক্যানভাসে ফুটিয়ে তোলে চোখধাঁধানো একের পর এক ছবি । এবার প্রথাগত ছবি আঁকার বাইরে গিয়ে একটু অন্যভাবে ছবি আঁকার চেষ্টা করছে সে । কখনো লাউ বীজ ,কখনো ধান ,কখনো বাঁশ পাতা , পায়রার পালক ,কখনওবা ডিমের খোসার উপর বিভিন্ন ধরনের ছবি এঁকে তাক লাগিয়েছে । চন্দ্রকোনা রোড এর দুর্লভগঞ্জের অনিকেত রাইয়ের এই অভিনব সৃষ্টি সকলের প্রশংসা কুড়ােচ্ছে । লকডাউন পর্যায়ে সকলের মত গৃহবন্দী অনিকেতও । আর এই সময় লাউ বীজের উপর আঁকা দর্শনীয় একটি গণেশ মূর্তি সকলের মন জয় করেছে । বাঁশ পাতায় রঙিন তুলির সাহায্যে ফুটিয়ে তুলেছে বুদ্ধদেবের মূর্তি । আবার কখনো পাখির পালকে চিত্রিত করেছে এক নৃত্যরতা মহিলার ছবি । অনিকেত এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে । সে চন্দ্রকোনা রোডের সারদাময়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র । বাবা মৃণাল রাই সরকারি কর্মচারী এবং মা লিপিকা রাই গৃহবধূ । ছেলের এই অভিনব সৃষ্টিতে খুশি তার বাবা-মাও । ছবি আঁকা ছাড়াও অনিকেতের নেশা রয়েছে ফটোগ্রাফির ওপরেও । অনিকেতের কথায় লকডাউন চলছে তাই এই সময় গৃহবন্দী থেকে অনেক বেশি করে ছবি আঁকতে পারছি ,আর সকলেই যেন লকডাউন এর বিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here