“হেল্প ফাউন্ডেশন মহিষাদল”এর পক্ষ থেকে ত্রান বিতরণ।

0
574

মহিষাদল-পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- হেল্প ফাউন্ডেশন মহিষাদল দুস্থ পিছিয়ে পড়া ছাত্র ছাত্রী দের শিক্ষার জন্য সমস্থ ভাবে সাহায্য করে। বর্তমানে করোনা মোকাবিলায় লকডাউনে পূর্ব মেদিনীপুরের অন্তর্গত মহিষাদল এর গাজীপুরে বিভিন্ন ইট ভাটাতে আটকে পরা ৭০ টি পরিযায়ী শ্রমিক এবং প্রতিবন্ধী পরিবারকে সেচ্ছাসেবী সংগঠন ” হেল্প ফাউন্ডেশন মহিষাদল”এর পক্ষ থেকে ত্রান তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠাতা এবং সি ই ও আইনজিবি সুশান্ত মাইতির নেতৃত্বে এই ত্রাণ বিতরণ হয়। চাল, আলু, পেঁয়াজ, পটল, কুদ্রি, সাবান, বিস্কিট ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করা হয়। যারা এই ফাউন্ডেশন এর সঙ্গে যুক্ত তারা হলেন স্বদেশ রঞ্জন ভূঁইয়া, শুভেন্দু মাইতি, প্রসুন ভিম, রূপম আলু, অর্পিতা বেরা, জয়শ্রী মাইতি, বিদিশা ঘন্টি, সেক আশরাফুল আলম সহ আরও অনেকে। ফাউন্ডেশনের পক্ষ থেকে সহ সভাপতি মধ্যহিংলী হাই স্কুলের শিক্ষক মানস দিক্ষীত জানান লক ডাউন শুরু থেকে প্রায় ৫৭০ টি দুস্থ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি এবং আমরা এই প্রয়াস এখনও চালিয়ে যাবো। সংস্থার সাধারন সম্পাদক সৌমেন ভূঁইয়া জানান ,“আমাদের সাধ্যমত ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা অসহায় মানুষের পাশে থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here