নিজস্ব সংবাদদাতাঃ- কচি পাতা প্রকাশন ও পানাগড় লিটল ম্যাগাজিন মেলা কমিটির তরফে ত্রাণ সামগ্রী বণ্টন চলছে সমগ্র জেলা জুড়ে। প্রথম পর্বে পানাগড় বাজার গুরুদুয়ারা কমিটির হাতে ৩৫ জন আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়। দ্বিতীয় পর্যায়ে তিলকডাঙ্গা ও আধকাডাঙ্গা আদিবাসী পাড়ার ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। তৃতীয় পর্যায়ে রাজকুসুম লোহার পাড়া, বাগদি পাড়া ও রুইদাস পাড়ায় ৫০টি পরিবারের মধ্যে সাধ্যমত খাদ্যসামগ্রী বন্টন করা হয় এবং চতুর্থ পর্যায়ে ছোটরামচন্দ্রপুর গ্রামে পৌঁছে দেওয়া হয় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।
কচি পাতা ও পানাগড় লিটল ম্যাগাজিন মেলার সম্পাদক দীপাঞ্জন দাস জানিয়েছেন যে, তারা ভবিষ্যতেও তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।
এই উদ্যোগ সফল করার জন্য পানাগড় নিবাসী বিশ্বরূপ নায়ক, তিলক দে সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা যেভাবে এগিয়ে এসেছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।