বাড়ির পুজো বন্ধ রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক শম্ভুনাথ সাহু।

0
941

মহিষাদল-পূঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দ্রুত গতিতে চলছে করোনা দাপট। বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে সংক্রমণের সংখ্যাও। প্রতিহত করতে চলছে লকডাউন। কবে উঠবে লকডাউন? কবেই বা স্তিমিত হবে এই মহামারী করোনা ভাইরাস? এমন প্রশ্ন চিহ্নের সামনে অসহায় সমগ্র মনুষ্য সমাজ। লকডাউন চললেও থেমে নেই মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। এক দিকে যেমন কোন উপার্জন নেই, তেমনি অন্যদিকে চলছে লকডাউন! এই দুইয়ের জোড়া ফলায় চরম অসহায় সাধারন মানুষ। এমনই সংকটময় মুহূর্তে মানুষের পাশে বিভিন্ন সমাজসেবী সংগঠন ও ব্যাক্তি উদ্যোগ।

তেমনি ভাবে আজ দুঃস্থ অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলেন পূঃ মেদিনীপুর জেলার মহিষাদলের বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন শিক্ষক শম্ভুনাথ সাহু। আজ সকালে তিনি প্রায় ২০০জন এলাকার গরীব দুঃস্থ ব্যক্তিদের হাতে চাল, ডাল, তেল, সোয়াবিন, পিয়াজ, সাবান, আলু, ইত্যাদি নানাবিধ খাদ্য সামগ্রী তুলে দেন। দাতা সম্ভুনাথ বাবু জানান, করোনার কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটাই প্রধান ধর্ম। তাই তিনি তাঁর বাড়ির দীর্ঘ ৭১বছরের কালিপূজা কে এ বছর বন্ধ রেখে সেই অর্থ মানুষের সেবায় ব্যায় করলেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শম্ভুনাথ সাহু, প্রলাপ মিশ্র, দেবব্রত সাহু, শ্যামসুন্দর সাহু, লক্ষীকান্ত সাহু সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here