নদীয়াতে ড্রাগন ফল চাষ করে নজির গড়লেন তেহট্টের যুবক সুলতান মল্লিক।

0
624

নদীয়া, বি ব্যানার্জীঃ- নদীয়ার তেহট্টের সুলতান মনে করেন, বিচক্ষণতার সাথে জমিতে সামান্য বিনিয়োগ, লাভের নিশ্চিত পথ দেখায। নদীয়াতে ড্রাগন ফল চাষ করে নজির গড়লেন তেহট্টের যুবক সুলতান মল্লিক। ১০ কাঠা চাষের জমির মধ্যেই এই ড্রাগন চাষ করেছেন তিনি। । তিনি জানান, তার অনেক দিনের ইচ্ছে ছিল নতুন কিছু চাষ করার তাই ইউটিউবে ভিডিও দেখে নদীয়ার তেহট্টের পাথরঘাটায়। ১০ কাঠা জমিতে ২৫০ পিচ গাছের চারা লাগান তিনি আজ থেকে আড়াইবছর আগে আগে, এক বছরের মধ্যেই তার ফল দিতে শুরু করে। এর মধ্যেই তিনি তিন থেকে সাড়ে তিন কুইন্টাল ফল তুলেছেন বলেও জানান । তিনি বলেন এই ফল স্বাস্থের পক্ষে খুব উপকারী এবং বিভিন্ন ঔষধ তৈরিতেও কাজে লাগে এবং এই ফল চাষ খুব লাভজনক এর বাজার মুল্য প্রায় ২৫০-৩০০ টাকা । এর বাজারে চাহিদা ব্যাপক । এবং এই তারা একবার লাগালে ৩০-৩৫ বছর ফল দেবে। সুলতান আরো জানান, খুব স্বল্প খরচে এই চাষ করা যায় যে কোনো আবহাওয়াই এর বিশেষ কিছু ফারাক লাগেনা, সবকিছু ঠিকঠাক থাকলে এই ড্রাগন গাছ গুলি ৩০–৩৬ বছর পর্যন্ত ফল দেবে, তিনি বলেন এর বাজারে যা চাহিদা রয়েছে তার দেখে তিনি আরো চাষ করবেন। বর্তমান প্রজন্মের বেকার ছেলেদের চাষে আগ্রহ ফেরাতে , তিনি জানান বিচক্ষণতার সাথে একমাত্র জমিতে বিনিয়োগই লাভের নিশ্চিত পথ দেখাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here