ক্রিসমাস উদযাপনে মাতলো অভিনেতা সুপ্রতিম সাহা সহ পরিচালক অর্পণ বসাক ও আরো অনেকে ৷

0
1388

কলকাতা, নিজস্ব সংবাদদাতাঃ-হাউস পার্টিতে জমিয়ে আড্ডা সহ নাচ-গানে মেতে উঠলো বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সুপ্রতিম সাহা ৷ পার্টিতে ছিল পরিচালক অর্পণ বসাক ও এছাড়া ছিল প্রীতম সাহা,সায়ন্তনী দেব, সৃতামা কর্মকার, দেবজিত বসাক ও আরো অনেকে ৷
পরিচালক অর্পণ বসাক জানান প্রতিবছরই ক্রিসমাস ডে তিনি হাউস পার্টি করতে পছন্দ করেন ৷ তিনি নিজেও হাউস পার্টির ডেকোরেশন যোগদান করেন।

অভিনেতা সুপ্রতিম বললেন ২০২০ সালের আর মাত্র ৬ দিন বাকি, বেশ অন্য ভাবেই কাটল এই বছরটা কিন্তু তার রেশ বড়দিনের পার্টিতে একদমই পড়তে দেইনি আমরা, আশা করছি নতুন বছর আরো পজিটিভিটি নিয়ে শুরু করতে পারব এবং দর্শকের কাছে আরো ভালো কাজ উপহার দিতে পারব।

Headline: ক্রিসমাস উদযাপনে মাতলো অভিনেতা সুপ্রতিম সাহা সহ পরিচালক অর্পণ বসাক ও আরো অনেকে ৷

হাউস পার্টিতে জমিয়ে আড্ডা সহ নাচ-গানে মেতে উঠলো বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত মুখ সুপ্রতিম সাহা ৷ পার্টিতে ছিল পরিচালক অর্পণ বসাক ও এছাড়া ছিল প্রীতম সাহা,সায়ন্তনী দেব, সৃতামা কর্মকার, দেবজিত বসাক ও আরো অনেকে ৷
পরিচালক অর্পণ বসাক জানান প্রতিবছরই ক্রিসমাস ডে তিনি হাউস পার্টি করতে পছন্দ করেন ৷ তিনি নিজেও হাউস পার্টির ডেকোরেশন যোগদান করেন।

অভিনেতা সুপ্রতিম বললেন ২০২০ সালের আর মাত্র ৬ দিন বাকি, বেশ অন্য ভাবেই কাটল এই বছরটা কিন্তু তার রেশ বড়দিনের পার্টিতে একদমই পড়তে দেইনি আমরা, আশা করছি নতুন বছর আরো পজিটিভিটি নিয়ে শুরু করতে পারব এবং দর্শকের কাছে আরো ভালো কাজ উপহার দিতে পারব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here