জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বাংলাদেশ হয়ে কলকাতা যাত্রীবাহী রেল পরিসেবা চালু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি।যা জলপাইগুড়ি র মাটি ছুয়ে যাবে ।সাংবাদিক দের মুখোমুখি হয়ে এই কথা বলেন সাংসদ জয়ন্ত কুমার রায়। বাংলাদেশের সাথে ভারতের যাত্রী বাহী রেল পরিসেবা চালু হচ্ছে।এনজিপি থেকে হলদিবাড়ী হয়ে বাংলাদেশের সাথে খুব তাড়াতাড়ি যাত্রী বাহী রেল পরিসেবা শুরু হবার কথা বললেও এই মূহুর্তে খুলছে না জলপাইগুড়ি শহরের টাউন স্টেশন থেকে তিস্তা তোষা সহ অন্যান্য লোকাল প্যাসেঞার ট্রেনগুলো।এই কথা পরিষ্কার জানিয়ে দিল সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়।তিনি বলেন বাংলাদেশ হয়ে কলকাতা যোগাযোগ চালু হচ্ছে।এর ফলে কিলোমিটারের কাটা অনেক টাই কমে যাবে।এর পাশাপাশি লোকাল গাড়ি বন্ধ নিয়ে বলেন যদিও এটা সামরিক।দীর্ঘ দিন বন্ধ থাকবে না লোকাল ট্রেন চলাচল।রেলওয়ে বোর্ড এই নিয়ে চিন্তা ভাবনা করছেন।যদিও দেশের অন্য কিছু জায়গাও লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।তিনি বলেন হয়তো এই সমস্যা মিটে যাবে।অন্য দিকেলোকাল প্যাসেঞার ট্রেন চালু না হবায় এখন ও অনেক টাই সমস্যার মধ্যে আছে সাধারণ যাত্রী থেকে এই ট্রেনগুলোর উপর নির্ভর শীল অনেক মানুষ ই।বিশেষ করে হকার্স থেকে স্টেশনের আশেপাশের অনেক দোকান দার থেকে টোটো চালকরাও।যদিও যাত্রী দের বক্তব্য বাংলাদেশের সাথে যোগাযোগের জন্য ট্রেন চালু হলেও আগে লোকাল ট্রেন চলাচল করানো দরকার।