জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:: হঠাৎ করেই জলপাইগুড়ি শহরে বেড়ে গেল করোনার গ্রাফ। গত তিনদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। মৃত্যু ঘটেছে দু’জনের।
আচমকা করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছে জলপাইগুড়ি পুর প্রশাসন। জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানান, ১১ ও ২৫ নম্বর ওয়ার্ডে দুজনের মৃত্যু হয়েছে। তিনদিনের মধ্যে আক্রান্ত হয়েছেন৩৬ জন। আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে বলে তিনি জানান। করোনা নিয়ে জলপাইগুড়ি শহরবাসীকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তিনি আরো জানান, করোনাকে একেবারেই সহজভাবে নেবেন না। শহরবাসীকে সবসময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
অন্য দিকে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই,ততজলদি জলপাইগুড়ি পুরসভা এলাকার মানুষকে সচেতন করতে শুরু করে দিয়েছে মাইকিং প্রচার।