উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- রাজ্য সরকারের কাছে দাবি প্রতিবন্ধী কার্ড, রাজ্য কেন্দ্রীয় আবাস যোজনা, 100 দিনের কাজ, অন্নপূর্ণা অন্তদয় যোজনা,প্রতিবন্ধী ভাতা ৭ হাজার টাকা করে , প্রতিবন্ধী অধিকার আইন২০১৬ সালে অনুযায়ী সরকারি প্রকল্পে ৫ শতাংশ,দুয়ারে সরকারের ব্যবস্থার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দরজায় পৌছে দিতে হবে। উত্তর দিনাজপুর জেলার চান্দন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর চান্দোইলের জমি জোরপূর্বক অধিকরণ কারি 11 জন দুষ্কৃতীদের আইনগত ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন ও সচেতন মূলক সমাবেশ রানী রাসমণি রোড কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী পক্ষে। প্রায় 25000 প্রতিবন্ধীর জমায়েত হবে কলকাতায় এই নিয়ে সংগঠনের প্রতিবন্ধীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন।