সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচীকে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

0
528

বালুরঘাটঃ রাজ্য সরকারের চালু করা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর জেরে দক্ষিণ দিনাজপুরে কমেছে দুর্ঘটনার সংখ্যা, সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচীকে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গেছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীকে দক্ষিণ দিনাজপুর জেলায় সফল করে তুলতে ২০২০ সালে জেলায় ১৪০টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এবং ২০২১ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস অবধি দক্ষিণ দিনাজপুর জেলায় সেফ ড্রাইভ সেভ লাইফ-এর উপরে অনুষ্ঠিত কর্মসূচির সংখ্যা ইতিমধ্যেই দাঁড়িয়েছে ১৬০টি। শুধু তাই নয় জেলা জুড়ে লাগাতার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর প্রচারের জেরে দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাওয়ার কারনে চলতি মাসব্যাপী জেলার বিভিন্ন প্রান্তে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর প্রচারে ফের উদ্যোগী হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ বলে খবর।
বৃহস্পতিবারও সেভ ড্রাইভ সেফ লাইফ-এর বার্তা প্রদানে বালুরঘাট থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল র‍্যালি বের হয়ে বালুরঘাট শহর পরিক্রমা করে। এদিন এই র‍্যালি চলাকালীন র‍্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডি.এস.পি সোমনাথ ঝা, বালুরঘাট থানার ভারপ্রাপ্ত পরিদর্শক অসীম গোপ। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডি.এস.পি সোমনাথ ঝা বলেন পুলিশ সুপারের নির্দেশে আগামী ২ মাস সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম হবে যাতে এই সময়ে জনসচেতনতা অনেকটা বৃদ্ধি পায়। তিনি জানিয়েছেন শীতকালে দৃশ্যমানতা কম থাকার কারন দুর্ঘটনার অন্যতম কারন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here