আজ রানাঘাট প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্টিত হলো ।

0
523

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ-আজ রানাঘাট প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্টিত হলো ।হাড্ডাহাড্ডি লড়াইয়ে কালনা ভাটপাড়া চ্যাম্পিয়ন হয় রানার্স হয় ইছাপুর ।চ্যাম্পিয়ন 70 হাজার টাকা ও ট্রফি রানার্স 50 হাজার টাকা ও ট্রফি পেলো । ক্যামব্রিস বলে এই টুর্নামেন্ট ঘিরে স্থানীয় মানুষদের উৎসাহ ছিল তুঙ্গে । প্রাক্তন কাউন্সিলর বিজন সরকার কি জানালেন ।পাশাপাশি বিজয়ী দলের গুরুত্বপূর্ণ বোলার ও রানার্স দলের নামি খেলোয়াড় কি জানালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here