আবারো শক্তি বৃদ্ধি হল সারেঙ্গা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের, বিজেপি দুজন পঞ্চায়েত সদস্য সহ একাধিক কর্মী তৃণমূলে যোগদান করায়।

0
205

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া:- 2021 এর বিধানসভা নির্বাচনে হাওড়া জেলায় তৃণমূল 16 টি আসনে 16 টি জয়লাভ করে বিপুল জনসংযোগ নিয়ে। প্রধান বিরোধী দল বিজেপি প্রথমদিকে বিভিন্ন জায়গা মাথাচাড়া দিলেও তাদের বিধায়ক এবং কর্মীরা একে একে তৃণমূলে ঘটা করে যোগদান করায় এ এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তেমনি সাঁকরাইল থানা অন্তর্গত সারেঙ্গা পঞ্চায়েতে বিজেপির ভাঙ্গন অব্যাহত রয়েছে আগস্ট মাসে 40 জন বিজেপি কর্মী কে নিয়ে সদলবলে তৃণমূলে যোগদান করেছিলেন আদিত্য নস্কর। তৃণমূলের নেতৃত্তের আস্থা অর্জন করে আদিত্য নস্কর আবারো প্রকৃত তৃণমূল কর্মী হয়ে ওঠার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন না বিজেপি কর্মীদের তৃণমূলের ছত্রছায়া নিয়ে এসে। সারেঙ্গা তৃণমূল নেতৃত্ব আশুতোষ টকালের পূর্ণ সহযোগিতায় বৃহস্পতিবার সারেঙ্গা পঞ্চায়েতের বিজেপি সদস্য দুটি উইকেট ফেলে অর্থাৎ পিন্টু মণ্ডল ও সুরজিৎ কোটাল কে সঙ্গে নিয়ে আরো প্রায় 40 জন বিজেপি কর্মী কে সঙ্গে নিয়ে আন্দুল আই এন টি ইউ সির দপ্তরের সামনে তৃণমূলের সভাস্থলে হাওড়া জেলার আই এন টি ইউ সির সভাপতি অরূপেশ ভট্টাচার্য, সাঁকরাইল এ বিধায়িকা প্রিয়া পাল , সংখ্যালঘু মহিলা সেলের সভানেত্রী নাসিমা কাজী, তৃণমূল যুব সভাপতি তুষার কান্তি ঘোষ এর উপস্থিতিতে সর্বোপরি অরূপেশ ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল দলবদল এর পালা। সবাই মিলে বন্দেমাতারাম স্লোগান দিয়ে তৃণমূলের পতাকার তলে সমবেত হয়ে তৃণমূলে যোগদান করলেন এবং অঙ্গীকার করলেন আগামী দিনে এলাকার তৃণমূল কর্মীদের মনোবল এবং শ্রীবৃদ্ধি বাড়াতে তারা সহযোগিতা করবেন। সভায় উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক এর অন্যান্য তৃণমূলের নেতৃত্ব এবং কর্মীবৃন্দ রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here