নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আবার ভাল্লুকের আতংক ডুয়ার্সে। এবার মাঝের ডাবরী চা বাগানে দেখা গেল ভাল্লুক। শুক্রবার সকালে আলিপুরদুয়ারের মাঝের ডাবরি চা বাগান এলাকায় ভাল্লুক দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে। এদিকে ভাল্লুক খুঁজতে নামানো হল কুনকি হাতি। হাতির পিঠে চড়ে চা-বাগানে তল্লাসি চালানো হচ্ছে। এই ঘটনায় ব্যাপক আতংক তৈরি হয়েছে।