উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- আজ বিশ্ব প্রতীবন্ধী দিবস। সমাজে বেশ কিছু মানুষ রয়েছে যারা প্রতীবন্ধী তাদের কাছে আজকের দিনটি একটি বিশেষ দিন আর এই বিশেষ দিনকে আরও বিশেষ করে তোলার জন্য এই প্রতীবন্ধী দিবসে আজ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে রাষ্ট্রীয় প্রতীবন্ধী কমিটির পক্ষ থেকে বিপ্লব বিশ্বাসের নেতৃত্বে প্রতিবন্ধীদের একটু খুশি ও আনন্দের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তারপর প্রতিবন্ধীদের দিয়ে বিভিন্ন ধরনের গান নাচ প্রভৃতি অনুষ্ঠান পালন করা হয়।রাষ্ট্রীয় প্রতিবন্ধী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কবিতা বর্মন এছাড়াও উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লকের সভাপতি শেখর চন্দ্র রায়, সহ সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত, ব্লকের সভানেত্রী সুরাইয়া বেগম,হেমতাবাদ প্রতিবন্ধীর সভাপতি সাজ্জাদ হোসেন।