ঘুর্ণিঝড় জাওয়াদ আছড়ে পড়ার আগে দীঘায় (NDRF) টিমের প্রস্তুতি,এগরা ব্লকে মাইকিং করে সতর্কীকরণ।

0
221

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- ঘুর্ণিঝড় ‘জাওয়াদ’ এর জেরে আবহাওয়া খারাপ হতে পারে উপকূলবর্তী এলাকায়। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত প্রায় সমস্ত কিছুর উপরে নির্দেশিকা জারি করা হয়েছে বলে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর। তবে এই নির্দেশ আগামী সোমবার পর্যন্ত বহাল থাকবে। ইতিমধ্যে সমুদ্র সৈকত দীঘা সমুদ্র সৈকতে এনডিআরএফ দল পৌঁছয়। রাতের মধ্যে মৎসজীবিদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার জন্যও বার্তা পাঠানো হয়েছে। এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লকের পাশাপাশি এগরা-১ ব্লক এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইক করে প্রচার চালানো হচ্ছে বলে দাবি খোদ বিডিও সুমন ঘোষের। আমরা ২৪ ঘন্টাই প্রশাসনের তরফে নজরদারি চালাবো। ব্লকে খোলা থাকবে বিশেষ কন্ট্রোল রুম।
অন্যদিকে ঘূর্ণিঝড় জাওয়াদ সতর্কবার্তায় সৈকত নগরী দিঘায় নামানো হয়েছে এনডিআরএফ এর জাতীয় বিপর্যয় মোকাবিলা। ইতিমধ্যে তাঁরা প্রস্তুতি পর্ব শুরু দিয়েছে দীঘার সৈকত নগরীতে। পাশাপাশি এনডিআরএফের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের দুদিন সমুদ্র পাড়ে না আসার অনুরোধ জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here